বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পার্বতীপুরে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উদযাপন

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , ডিসেম্বর ৪, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমজোনের সর্ববৃহৎ রেলওয়ে জংশন দিনাজপুরের পার্বতীপুরে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টায় পার্বতীপুর রেল স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ফিতা কেটে এ রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি উদ্ধোধন করেন- রেলওয়ে পশ্চিমজোনের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা। স্টেশন মাষ্টার জিয়াউল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- রেলওয়ে পশ্চিমজোনের প্রধান ভূ-সম্পদ কর্মকর্তা রেজাউল করিম, পাকশী বিভাগীয় সুপারিন্টেডেন্ট জয়দুল ইসলাম, ব্যবস্থাপক (কর্ম/সৈদয়পুর) হাসানুজ্জামান ও পার্বতীপুর রেল থানার ওসি এমদাদুল হক প্রমুখ। পরে রেলের সেবা ও নিরাপত্তা সপ্তাহ পালনের অংশ হিসেবে স্টেশনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্্েরস ট্রেনের যাত্রীদের হাতে রজনীগন্ধা ফুলের ষ্টিক তুলে দেন রেল বিভাগের কর্মকর্তারা।

Loading