বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পার্বতীপুরের ৬ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃত

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ , ডিসেম্বর ৩, ২০২০

 

দিনাজপুরের পার্বতীপুরে দুইদিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সেরা উদ্ভাবনি প্রতিভার স্বাক্ষর রাখায় জুনিয়র গ্রুপ (মাধ্যমিক শাখা) থেকে তিনজন ও সিনিয়র গ্রুপ (কলেজ শাখা) থেকে তিনজনসহ ৬ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শেষ দিনে স্থানীয় জ্ঞানাঙ্কুর পাইলট মডেল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মাধ্যমিক শাখায় পাবলিক উচ্চ বিদ্যাল কে প্রথম, জ্ঞানাঙ্কুর পাইলট মডেল বিদ্যালয় ২য় ও সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়কে ৩য় সেরা উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করা হয়। অপরদিকে, কলেজ শাখায় খোলাহাটি ডিগ্রী কলেজকে প্রথম, পার্বতীপুর টেকনিকাল এন্ড এগ্রিকালচার কলেজকে ২য় ও পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ৩য় সেরা হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)’র প্রধান নির্বাহী (সিএক্স) শাহ সুফি নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন আমজাদ হোসেন, সাংবাদিক আতাউর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম ও পার্বতীপুর টেকনিকাল এন্ড এগ্রিকালচার কলেজের অধ্যক্ষ কাজি কাহাফুল ওয়ারা সালামি ওরফে লিখন প্রমুখ। তরুনদের ডিজিটাল উদ্ভাবনী প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগানো হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ ত্বরানিত হবে বলে বক্তরা অভিমত প্রকাশ করেন। মেলায় আফাজ উদ্দীন স্মৃতি বিজ্ঞান কাব, পার্বতীপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধ উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পার্বতীপুর টেকনিকাল এন্ড এগ্রিকালচার কলেজ, পার্বতীপুর এএসএম উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়, খোলাহাটি ডিগ্রী কলেজ, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ ও ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসাসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠান দু’দিনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয়।

Loading