পুশ ট্রলি মূলত চার চাকার একটি বাহন যুগ যুগ ধরে এ ব্যবস্থা চলছেই

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ , নভেম্বর ২৪, ২০২০

 

বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা, ডিজিটাল এই বাংলাদেশে অনেক কিছুই আধুনিকায়ন হয়েছে, পরিবর্তন ঘটেছে। কিন্তু বৃটিশ শাসনামলে নির্মিত রেলওয়ে বিভাগ কর্তৃক ব্যবহৃত পুশ ট্রলির কোন আধুনিকায়ন হয়নি, পরিবর্তন ঘটেনি। পুশ ট্রলি মূলত চার চাকার একটি বাহন। এটি রেলপথ পরিদর্শনের কাজে ব্যবহৃত হয়। সাধারণ রেলওয়ে বিভাগের কর্মকর্তারা এই ট্রলি ব্যবহৃর করে থাকেন। রেলপথে এই ট্রলিকে ঠেলে চালানোর জন্যে রয়েছে ট্রলিম্যান। গায়ের সর্বশক্তি নিয়োগ করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলি ম্যানেরা রেলপথের উপর দিয়ে দৌঁড়ে মাইলের পর মাইল ট্রলি ঠেলে নিয়ে যায়। সাহেবেরা আরাম করে ট্রলিতে বসে থাকে, আর এরা ঠেলে নিয়ে বেড়ায়। এটাই তাদের চাকুরী। স্বচক্ষে দেখলে এটাকে অমানবিকতা মনে হলেও যুগ যুগ ধরে এ ব্যবস্থাই বলবদ রয়েছে। ছবিটি আজ মঙ্গলবার ২৪ নভেম্বর পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকা থেকে তোলা।

Loading