হাওর বিষয়ক মন্ত্রণালয় চেয়ে সংবাদ সম্মেলন আগামী ২৭ নভেম্বর

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ , নভেম্বর ২২, ২০২০

রাজধানীতে এই প্রথম হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কিমিটির উদ্যোগে আগামী ২৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকায় ঢাকা রিপোটার্স ইউনিটি এর সাগর-রুনি হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাওর বন্ধু মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কৃষকনেতা কেশব রঞ্চন সরকার, হাওর অধ্যুষিত জেলা নেত্রকোণা জেলা কৃষকলীগ এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। বিশেষ অতিথি থাকবেন সাস্কৃতিক ব্যক্তিত্ব ও হাওর টিভির পরিচালক রুবেল শংকর বিশ^াস।

উল্লেখ্য উক্ত সম্মেলনে হাওর অঞ্চলের ৭টি জেলা নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলবীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ফোরামের নেতৃবৃন্দসহ ঢাকায় বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সম্মেলনে অংশগ্রহন করবেন।

Loading