পীরগঞ্জে ৩ হাজার মাস্ক বিতরণ করেন পৌর মেয়র এন এন রানা এন এন রানা ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , নভেম্বর ২০, ২০২০ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় স্বাস্থ্য সুরক্ষার জন্য ৩ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করলেন পীরগঞ্জ পৌর মেয়র কশিরুল আলম। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার অভ্যন্তরে প্রধান প্রধান সড়কের মোড় গুলোতে বিভিন্ন দোকানদার, রিক্সাচালক, অটোচালক, পথচারী, এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে পৌর মেযর ও কর্মচারীদের সাথে নিয়ে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় পীরগঞ্জ পৌর সভার সকল ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ এই মাস্ক‹ বিতরণ করেন। মাক্স বিতরণ করাকালে মেয়র জানান, আমি লক্ষ্য করেছি সাধারণ মানুষের মাঝে মাক্স পড়ার প্রবনতা নেই। যার ফলে পীরগঞ্জে হুহু করে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা জন্য আবারও মাঠে নেমেছি মানুষকে সচেতন করতে। করোনা ভাইরাস দূর না হওয়া পর্যন্ত এই কর্মকান্ড অব্যহত থাকবে বলে জানান। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: