রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ভোধন।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , নভেম্বর ১৯, ২০২০

“প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে তিন দিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।

আজ ১৯শে নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারটায় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌরসভার কমপাড়া এলাকায়
রামগড় ফায়ার সার্ভিস ষ্টেশনে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস এর পতাকা উত্তোলনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ভোধন করেন। তিনি অগ্নি নির্বাপণের আধুনিক সরন্জাম সমুহ ও ফায়ার ষ্টেশন পরিদর্শন করেন।

পরে রামগড় ফায়ার ষ্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরার সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় বক্তারা ফায়ার সার্ভিস সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগনের জানমাল রক্ষায় ফায়ারম্যানরা
প্রতিনিয়ত ঝুকি নিয়ে কাজ করছে।বক্তারা পেশাদারীত্ব ও দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ এর উপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপস্হিত ছিলেন মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, উপজেলা সহকারী আই সি টি কর্মকর্তা রেহান উদ্দিন ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা।

Loading