রায়হান হত্যা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি আকবর

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ , নভেম্বর ১৭, ২০২০

সিলেটের রায়হান হত্যায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আবুল কাশেম এই আদেশ দেন।
আদালতের জিআরও নেহার দাশ জানান, সাত দিনের রিমান্ড শেষে পুলিশ আজ সকালে আকবরকে আদালতে হাজির করে। এসময় আকবর রায়হান হত্যায় নিজের দায় স্বীকার করেননি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গেল ১০ নভেম্বর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান উদ্দিন আহমদ (৩২) হত্যার মামলায় বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
গত ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেপ্তারের পর রাত ৮টার দিকে সিলেট জেলা পুলিশ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর আগে গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যু হয়। এর দুদিন পরই আকবর পালিয়ে যায়।

Loading