চট্টগ্রামে পোশাক শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ , নভেম্বর ৬, ২০২০

বকেয়া পরিশোধ ও প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকরা। ২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী ইপিজেড এলাকার ভেলটেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ২০১৮ সালে বন্ধ হয়ে যায় ভেলটেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। তখন কর্মরত ৬০০ শ্রমিকের বেতন দেওয়া হয়নি আজও। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে জমা টাকাও দেওয়া হয়নি। শ্রমিক নেতা জনি বড়ুয়া বলেন, ‘প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পাওনা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমরা বেপজা কর্তৃপক্ষকে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি।’

 

Loading