নেত্রকোণায় দুর্গাপূজায় মহা অষ্টমী ও কুমারী পূজা সম্পন্ন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , অক্টোবর ২৪, ২০২০

আজ মহা অষ্টমী। নেত্রকোণায় দুর্গাপূজার মহা অষ্টমীতে যথাযথ বিধি অনুযায়ী  কুমারী পূজা সম্পন্ন  হয়েছে

শনিবার (২৩ অক্টোবর) সকালে শহরের বড়বাজার ব্যবসায়ী রাজিব বনিকের বাসার পূজায় কুমারী পূজা সম্পন্ন হয়েছে। এ সময় স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ভক্তবৃন্দ পূজায় অঞ্জলী প্রদান করেন।

৫ বছরের এক কন্যাকে মাতৃরূপে পূজা করা হয়। কুমারী পূজা মানে একটি অরজবতী কন্যাকে কুমারী রূপে পূজা করা । পৌরাণিক কাহিনী অনুযায়ী, কোলাসুর নামের এক অসুরের বধ করার উদ্দ্যেশে মূলত কুমারী পূজার উদ্ভব হয়েছিল। এক সময় কোলাসুর নামের এক অসুর স্বর্গ-মর্ত্য অধিকার করে নিয়েছিলেন। স্বর্গ-মর্ত্য অধিকার করার জন্যে বাকি দেবগণ বিপন্ন হয়ে মহাকালীর শরণাপন্ন হন। তখন দেবী সকল দেবগণের ডাকে সাড়া দিযেছিলেন। তারপর দেবী পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। আর এরপর থেকেই শুরু হয়েছিল মর্ত্যে কুমারী পূজার প্রচলন।

জেলায় এ বছর ৪৯৬ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। দেশ, জাতি তথা সারা পৃথিবীর সকল  জীবের শান্তি কামনায় মহাষ্টমীর এই তিথিতে ভক্তবৃন্দ দূর্গতি নাশিনী শ্রী শ্রী দূর্গা মায়ের চরণে পুস্পাঞ্জলি অর্পন  করেছেন।

 

Loading