সীতাকুণ্ডে প্রধানমন্ত্রীর ঘর পেলেন গৃহহীন নুরুল মোস্তফা

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ১৪, ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ার ৪নং ওয়ার্ড আবুনগরের গৃহহীন দরিদ্র নুরুল মোস্তফা পেলেন প্রধানমন্ত্রীর ঘর। রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গ্রামীণ অবকাঠামোর সংস্কার (কাবিকা) কর্মসূচির আওতায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ঘরটি নুরুল মোস্তফাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। শেখ হাসিনাই জনগণের দুঃখ বোঝেন। এ কারণেই তিনি নুরুল মোস্তফার মতো অসংখ্য মানুষকে আশ্রয় দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবেন। তাই আগামীতেও শেখ হাসিনাকেই নির্বাচিত করে দেশের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

Loading