আমার মন বলছে আমি বিচার পাব

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , আগস্ট ৩১, ২০২০

পুলিশের গুলিতে নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা নাসিমা আক্তার বলেছেন, আমি বরাবরই আশাবাদী মানুষ। আমার মন বলছে আমি ছেলে হত্যার বিচার পাব।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাওয়া কনভেনশন সেন্টারে রাওয়া ক্লাবের উদ্যোগে সিনহার আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। সেখানে তিনি এসব কথা বলেন।কক্সবাজার মেরিন ড্রাইভের নামকরণ সিনহার নামে করার দাবি জানান, দোয়া মাহফিলে অংশ গ্রহণকারীরা।সিনহা মোহাম্মদ রাশেদ খানের মা বলেন, আমরা ছেলে হত্যার ন্যায় বিচার প্রত্যাশা করছি।
দোয়া মাহফিলের শুরুতেই প্রদর্শিত হয় সিনহাকে নিয়ে নির্মিত একটি শর্টফিল্ম। শর্টফিল্মে উঠে আসে সিনহার শৈশব, কৈশোর, শিক্ষা ও কর্মজীবন। যেখানে সিনহার জীবনের গল্প তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শিক্ষকরা। এরপর ক্লাবের চেয়ারম্যান খন্দকার নুরুল আফসার বলেন, সময় লাগলেও ন্যায় বিচার পাবেন তারা।
ওসি প্রদীপ ও তার সহযোগীদের হাতে আরো যেসব হত্যাকাণ্ড ঘটেছে তারও বিচারের দাবি করেন রাওয়া চেয়ারম্যান। কেউ মামলা চালাতে না পারলে তাদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

Loading