সন্ত্রাসী হামলায় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা আহতের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , আগস্ট ৩১, ২০২০

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহতের প্রতিবাদে নেত্রকোণায় মানবন্ধন হয়েছে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের ওপর সন্ত্রাসী হামলা ও মারধর করায় এমপি মোস্তাফিজুর রহমানের অনুগত ক্যাডারদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার চেয়ে নেত্রকোণায় এই মানববন্ধন হয়।

সকালে শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, উপজেলা কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধনে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, সদর উপজেলার সাবেক কমান্ডার আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল সহ অন্যরা। এসময় বক্তারা এমপি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল করে মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সন্মান প্রদর্শন ও বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার আহবান জানিয়েছেন।

Loading