“স্বাধীনতার সংগ্রাম” ভাষ্কর্য উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , আগস্ট ৩০, ২০২০

সারওয়ার জাহান আরিফ: নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধুর স্মরণে নির্মিত স্বাধীনতা সংগ্রামের ভাস্কর্য উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শুক্রবার বিকেলে মনোহরদী পৌরসভা চত্বরে 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই স্বাধীনতা সংগ্রামে ভাস্কর্য মাননীয় মন্ত্রী উদ্বোধন করেন। ভাস্কর্য উদ্বোধন কালে মাননীয় মন্ত্রী বলেন এই ভাস্কর্য অত্যন্ত সুন্দর এবং ইতিহাস সমৃদ্ধ। এটা তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুকে জানতে আরো বেশি আগ্রহী করে তুলবে। তিনি আরো বলেন এই ভাস্কর্য মনোহরদী বাসীর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ভাষণকালে তিনি মনোহরদী পৌরসভার জননন্দিত মেয়র জনাব মোঃ আমিনুর রশিদ সুজন সাহেবের ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন মনোহরদীর এই জনকল্যাণমূলক সকল কাজের অংশীদারিত্ব যিনি নিজের কাঁধে নিয়েছেন তিনি হলেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ মেয়র জনাব আমিনুর রশিদ সুজন । তিনি মনোহরদী কে কি আধুনিক শহরে রূপায়ণ করার জন্য অত্যন্ত চেষ্টা করে যাচ্ছেন।মনোহরদী বাসি আমিনুর রশিদ সুজনের পাশে থেকে তার এই সুন্দর গঠনমূলক কাজে সহযোগিতা করবেন এবং মনোহরদী কে আধুনিক শহরে রূপান্তর করতে তার সহযোগী হবেন। তিনি ইতোমধ্যে মনোহরদী কে আধুনিক ও নান্দনিক পৌরসভা হিসেবে রূপান্তর করেছেন বলে শিল্পমন্ত্রী ঘোষণা করেন। মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, ইউএনও শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ। এ ছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউপির চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন

Loading