ঘুরে আসুন শ্রীমঙ্গল চা বাগানে আকর্ষন করে দর্শনার্থীদের

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , আগস্ট ২৪, ২০২০

 

বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ সিলেট বিভাগীয় অনেক স্থানে চা বাগান রয়েছে। ঘুরে আসুন শ্রীমঙ্গল উপজেলায়। সিলেট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অপরূপ সৌন্দর্যের বাহার চোখ জুড়ানো সবুজ ঘেরা চা বাগান রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা আকাঁ বাকা রাস্তা বয়ে গেছে ।এই এলাকার বেশীর ভাগ চা বাগান রয়েছে। এছাড়া বিভিন্ন কোম্পানীর মালিক রয়েছে এ চা বাগানের। ্এসব চা বাগান থেকে বিদেশে চা রপ্তানি করা হয়। পাহাড় জুড়ে চারিদিকে সমান তালে চা বাগানের গাছগুলো সাজানো গুছানো দাড়িয়ে আছে। মনে হয়,যেদিকে তাকায় শুধু সবুজ বেষ্টনি ঘেরা। অপরূপ দৃশ্যাবলী আবহান গ্রাম বাংলাবৈচিত্র রূপ রসে মনকে উদ্বেলিত করে তোলে। একটি চা বাগানে সবুজ কচিপাতাগুলো বাগানের কুলি বা লেবাররা ছিঁেড় নেই। এরপর এ পাতাগুলো মেশিনে দিয়ে চাপাতি তৈরী হয়। সবচেয়ে বড় আকর্ষণ করে চা বাগানের মধ্যে চা কোম্পানীর মালিকদের বাংলো থাকে। এতে সুন্দরতম নানা ফুলের বাগান রয়েছে । সেই সাথে থাকে আকর্ষণী আসবারপত্র। এ বাংলো থাকে ম্যানেজার, বড়বাবু টিলে বাবু ও ছোটবাবুরা। চা বাগানে ঝর্ণা মত পানি ছিঁড়ানো হয় গাছ বেড়ে উঠার জন্য। উরিষাও খাসিয়া সম্প্রদায়ের লোকেরা বসবাস করে চা বাগানের আশেপাশে ।চা বাগানে লেবারদের চিকিৎসা সেবার জন্য রয়েছে ডাক্তারখানা । সেই সাথে ডাক্তার রয়েছে। শিক্ষা ব্যবস্থার জন্য রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সবুজঘেরা চা বাগান দেখার জন্য বিভিন্ন স্থান থেকে আসে পর্যটকরা ও দর্শনার্থীরা । তারা পাহাড়ে উঁচুতে চা বাগানের সবুজ আর সবুজের অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়। ক্যামেরা বন্ধি করে রাখে অপূর্ব দৃশ্যবলীর চাবাগানগুলো। এই সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল চা বাগান দৃশ্যবলী দেখা ও উপভোগ করার জন্য যেহেতু বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ও দর্শনার্থীরা আসে। তবে দু:খের বিষয় চা বাগানের অনেক রাস্তাগুলো চলাচল করতে অসুবিধা সৃষ্টি হয়। রাস্তা অনেক স্থানে খানেখন্দে হয়ে উঠেছে। তাই সরকার ও চা বাগানের মালিকদের দৃষ্টি রাখতে হবে যাতে প্রতি চা বাগানের রাস্তাগুলো ভাল অবস্থা থাকে। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সেইসাথে সরকারে রাজস্ব আয় বেড়ে যাবে।
বর্মাচরা চা বাগানের সাবেক ডাক্তার শংকর চন্দ্র দেব বলেন চা বাগান দেখতে আসে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ও দর্শনার্থীরা। তারা দেখে আনন্দ বোধ করে। প্রাণ জুরাই সবুজ দৃশ্য দেখে। গ্রীস্মকালে চা বাগানগুলো চির সবুজ ভরে উঠে চারিদিকে।

সাংবাদিক ও লেখক
নবীন চৌধুরী

Loading