টাঙ্গাইলে হাসপাতালের চার দালালের আর্থিক জরিমানা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , আগস্ট ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
রোগি ও রোগির স্বজনদের নিকট থেকে ঔষধ ও বিভিন্ন পরীক্ষার বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চার দালালকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন ও মৌসুমী নাসরীনের যৌথ নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এর আগে হাসপাতাল থেকে ওই চার দালালকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
ম্যাজিস্ট্রেট মোসুমী নাসরীন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চার দালালকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দন্ডবিধি ১৮৬০ সালের ২৯০ ধারা এ আর্থিক জরিমানা করা হয়।

Loading