পুরস্কার বিতরণে এবারেও সর্বোচ্চ রেকর্ড গড়লো নেওয়াজ আলী আইডিয়াল স্কুল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , জানুয়ারি ২৭, ২০২৫ নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সহস্র শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে, মেধা শক্তি, শারীরিক শক্তি ও শিক্ষাঙ্গনের বিষয়ভিত্তিক খেলার উপর প্রতিযোগিতা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা , লোকজ সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির উপর ৩ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার বেসরকারি স্কুল গুলোর মধ্যে বড় স্কুল নামে খ্যাত নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ।প্রতিবছরের মতো এবছরেও দেখা যায় পুরস্কার বিতরণের ব্যাপক আয়োজন । মাঠের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বরাদ্দকৃত পুরস্কারের পাশাপাশি দেখা যায় আরও অনেক পুরস্কার । তাঁর মধ্যে উল্ল্যেখযোগ্য পুরস্কারের ক্যাটাগরি গুলো হচ্ছে, স্কুলে শতভাগ উপস্থিতি বিবেচনায় সেরা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পুরস্কার, শিক্ষার্থীদেরকে প্রতিদিন নিয়মিত স্কুলে পাঠানো অভিভাবকদের জন্য পুরস্কার , শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্য পুরস্কার, সুন্দর হাতের লেখা বিবেচনায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পুরস্কার, এসএসসিতে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য সম্মাননা পুরস্কার ও অন্যান্য বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার সহ ক্রীড়ায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য শান্তনা পুরস্কার এবং ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভলান্টিয়ারের দায়িত্ব পালনকারী সকল শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কার সহ অন্যান্য আরো অনেক পুরস্কার ।পুরস্কার বিতরণের ব্যাপক আয়োজন থেকে বাদ পড়েনি স্কুলটির প্রাক্তন দারোয়ান প্রয়াত আব্দুর রাজ্জাক এর নাম। তাঁর সহধর্মিণীর হাতে তুলে দেয়া হয় মরণোত্তর সম্মাননা পুরস্কার। এছাড়াও নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সূচনা আক্তার কেয়া এবারের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকেও দেয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার । প্রতি বছরের মতো এবছরেও ক্রেস্ট ও পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয় অনুষ্ঠানের অতিথিবৃন্দকে । নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে তাদের মাথায় পড়িয়ে দেয়া হয় স্টার মুকুট।পুর্ব ঘোষণা অনুযায়ী ২৬ জানুয়ারি সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার বিতরণী । দিনব্যাপী এসকল পুরস্কার আগ্রহ সহকারে অধীকারীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক , সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার সদয ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, অনুষ্ঠানের প্রধান অতিথি নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের দাতা সদস্য জনাবা আমেনা বেগম । এছাড়াও নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ মোহাম্মদ তাইজুল ইসলাম, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ ।পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান সরকার ।নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের আয়োজনের প্রসংশা করেন চারাবাগ গ্লোরিয়াস স্কুলের প্রধান শিক্ষক মোঃ মইনুল হাসান হেলাল সহ অভিভাবক বৃন্দ।১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক , অতিথি ও অনুষ্ঠানের সফলতায় সংশ্লিষ্ট সকল শিক্ষানুরাগীগণকে ধন্যবাদ জানান নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ অনিক আহমেদ ইমন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন । শেয়ার ঢাকাবিষয়: