ধামরাইয়ের মাটি তারেক জিয়ার ঘাঁটি   ‌ — ইয়াছিন ফেরদৌস মুরাদ

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , জানুয়ারি ১৭, ২০২৫
ধামরাইয়ের মাটি তারেক জিয়ার ঘাঁটি। ধামরাই থেকে যে বিএনপির টিকেট নিয়ে  যারাই নির্বাচন করেছে তারাই বিজয়ী হয়েছে। আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসনে বিএনপির অনেক নেতা কর্মী গুম , খুন জুলুম ও নির্যাতন হয়েছে । বিএনপি নেতা কর্মীরা রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনি মামলা হামলার কারণে। নারীদের আত্নকর্মসংস্থান করতে পারলে তারা স্বাবলম্বী হবে , স্বৈরাশাসক হাসিনা দলীয় নেতা কর্মীদের দেশে রেখে পালিয়ে গেছে । আমরা ক্ষমতায় গেলে বিচার বিভাগে ন্যায়পাল গঠন করা হবে।গতকাল শুক্রবার বিকেল ৫টায়  ধামরাই শরীববাগ  বাবুল রাইস মিল মাঠে ধামরাই সদর ইউপি বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ধামরাই সদর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত   শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ এ কথা বলেন ।
এ সময় আরো বক্তব্য রাখেন  ধামরাই থানার  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল,ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর  বিএনপির সাবেক সহ সভাপতি আনছার আলী , সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, শ্রমিকদলের সভাপতি দেওয়ান লোকমান হোসেন , যুবদলের সাবেক সহ-সভাপতি আসিফুর রহমান খাঁন মিলন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  ইশতিয়াক আহমেদ  ফারুক ও বিএনপি নেতা  আব্দুর রাজ্জাক  প্রমুখ ।

Loading