কালিহাতীতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২৮ জানুয়ারি (মঙ্গলবার) কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) বলেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নির্দেশে কমিটিকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading