ছাএদল নেতার বিরুদ্ধে আটক করে খালি স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগে সংবাদ সম্মেলন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২৫

চট্টগ্রাম পটিয়া মালিয়ারা গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যাক্তির কাছ থেকে নগরীর চান্দগাও এলাকায় একটি রিক্সার গ্যারেজে আটক করে ৫টি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে বহদ্দারহাটস্থ মোহাম্মদ আলীর ফলের দোকানে। মিজান মালিয়ারার মো: জাফরের পুত্র।
তিনি এ ঘটৃনায় রবিউল হোসেন
সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে চান্দগাও থানায় অভিযোগ দিলে ও কোন প্রতিকার না পাওয়ায় পটিয়া প্রেস ক্লাবে গত (২৭ জানুয়ারী) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি স্ট্যাম্প উদ্ধার সহ তার জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে মানবিক আবেদন জানিয়ে বলেন, বিবাদী রবিউল হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক, তিনি এর প্রভাব খাটিয়ে আমার কাছে ১২ লক্ষ টাকা পাওয়ার ভিত্তিহীন অভিযোগ তুলে আমার চাকুরীস্থল বহদ্দারহাট বখতিয়ার মার্কেটের সামনে মোহাম্মদ আলীর ফলের দোকান থেকে ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা ১০/১২ জন লোক নিয়ে আমার দোকানে আসে এবং অতর্কিতভাবে আমাকে টানা হেছড়া করে দোকান থেকে বের করে চান্দগাঁও থানাধীন ফরিদার তালতলায় একটি রিক্সার গ্যারেজে আটক করে রাখে। একপর্যায়ে আমাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন সহ এলোপাতারি চড় থাপ্পর মেরে আমার নিকট থেকে ০৫টি ১০০ টাকার ননজুড়িশিয়াল খালি স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে খবর পেয়ে আমার দোকানের মালিক মোহাম্মদ আলী সহ লোকজন আমাকে ঐ রিক্সার গ্যারেজ থেকে উদ্ধার করে। বর্তমানে তাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি বিধায় প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Loading