রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , নভেম্বর ২৯, ২০২৪ পার্বত্য খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী রামগড়ে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ সূচনা হয়েছে।ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল ” এই স্লোগানকে সামনে রেখে, শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর আড়াই টায় ঐতিহাসিক রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক আলিম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।এসময় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ঐতিহাসিক হাই স্কুল মাঠটি অনেক প্রতিভাবা খেলোয়াড়ের জন্ম দিয়েছে। খেলাধুলা যুবকদের মন ভালো রাখে এবং শরীর সুস্থ রাখে। এছাড়াও বিভিন্ন প্রকার অসামাজিক কার্যক্রম ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং ডিজিটাল আসক্তি থেকে বিরত থাকতে লেখাপড়ার পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরি ও সুযোগ করে দেয়া আবশ্যক।অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম’র আয়োজনে ও উপজেলা বিএনপি পরিবারের সহযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার- যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন- যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা, উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল,সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, মাটিরাঙা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজালাল কাজলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ, ক্রীড়া প্রেমী দর্শক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুনামেন্টের উদ্বোধনী ম্যাচে কবির হাট নোয়াখালী ক্লাব- ২ (দুই)ও একতা সংসদ বল্টুরাম টিলা- ০(শূন্য)। খেলায় প্রধান অতিথি “ওয়ালটন সোমা ইলেট্রনিক্স” এর সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত কবির হাট নোয়াখালী ক্লাবের ৫ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাবিনকে পুরস্কার তুলে দেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: