জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , মে ৩০, ২০২৪

ইফতেখাইরুল আলম,স্টাফ রিপোর্টার :

সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পহেলা জুন ২০২৪ইং(শুক্রবার)সকাল ৮ টা থেকে দিনব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জাতীয়  ভিটামিন এ প্লাস ক্যাম্পেই উপলক্ষে নোয়াখালী জেলা সিভিল সার্জন কতৃক আয়োজিত বৃহস্পতিবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ে সভাকক্ষে এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ১ জুন শুক্রবার দিনব্যাপী ৯টি উপজেলা ও ৩ টি পৌরসভাসহ ৯১ টি ইউনিয়নে ২ হাজার ২৮৭টি কেন্দ্রে,(৮,৮৮ জন মাঠ-কর্মী,৪ হাজার সেচ্ছাসেবী)একযোগে ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ৬৩ হাজার ৭,১৩ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লক্ষ ২৮ হাজার ২,৮৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিকদের উপস্থিতিতে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃমাসুম ইফতেখার এর অনুপস্থিতিতেসদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃনায়িমা নুসরাত জাবিন এর সভাপতিত্বে ও জেলা সিভিল সার্জন স্বাস্থ্য শিক্ষা সিনিয়র অফিসার মো.সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায়, সিভিল সার্জন অফিসার ডাঃসৌরভ হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

Loading