কপিলমুনিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা অনুষ্ঠিত

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ , এপ্রিল ১৮, ২০২৪

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা (লাঠি খেলা) ফিরিয়ে আনতে উপজেলার কপিলমুনির পার্শ্ববর্তী সলুয়া-কাজিমুছা বাসন্তী পূজা কমিটির আয়োাজনে গতকাল বিকেল ৩-৩০ টায় অনুষ্ঠিত হয়।  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো ঃ রশিদুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার,  কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, আমার আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলা হারাতে বসেছি । তারই মধ্যে এই আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যের একটা অংশ । বাসন্তী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার হাজরা জানান, হারানো ঐতিহ্য ধরে রাখতে আমরা এই খেলাটি আয়োজন করেছি । আশাকরি খেলাটি এলাকায় পুনরায় জীবিত হবে। খেলায় খরিয়াটি ও বান্দিকাটী দূটি দলের   নতুন ও পূরাতন মিলে ১৬ জন খেলোয়ার অংশ গ্রহণ করেন । খেলায়া অতীতের মতো জৌলুস না থাকলেও কাসি ও ঢোলের বাজনা শুনে খেলা দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার ঢালী খেলা প্রেমিক নারী-পুরুষ ছুটে আসেন।

Loading