পটিয়া কোলাগাঁওয়ে নালা ভরাট করায় ১০০ একর জমির চাষাবাদ হুমকিতে : মোতাহেরুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপ কামনা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ , মার্চ ২৪, ২০২৪
চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁওয়ের বানীগ্রামে একটি স্বার্থন্বেষী মহলের বিরুদ্ধে শত বছরের পুরোনো একটি গোদা,নালা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে এ এলাকার প্রায় ১০০ একর জমির চাষাবাদ হুমকির মুখে পড়েছে।এতে বাধা দেওয়ায় স্বার্থন্বেষী মহল কর্তৃক স্থানীয় কৃষকদের মারধর সহ প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে তারা অভিযোগ করেন।
ভূক্তভোগীরা এ ব্যাপারে প্রতিকার চেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ও তারা এ ব্যাপারে পটিয়ার এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন।জানা যায় পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বানীগ্রামে শত বছরের পুরোনো একটি গোদা রয়েছে। এ গোদার পানি নালা হয়ে এ এলাকার ১০০ একর জমিতে বোরো মৌসুম সহ বিভিন্ন সময়ে চাষাবাদে ব্যবহ্রত হয়। পাশাপাশি বর্ষা মৌসুমে এ গোদার পানি নালা হয়ে জলাবদ্ধতা নিরসন হয়ে থাকে। গত বুধবার রাতে একটি স্বার্থন্বেষী মহল বিশেষ করে ইছহাক ও ইউনুচ নামে দুই ব্যাক্তি কাউকে কিছু না বলে গোদাটি ভরাট করার চেষ্টা করে।এতে পুরো এলাকায় কৃষকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় গোদা ভরাট কাজে বাধা দিতে চাইলে এলাকাবাসীকে বহিরাগত লোকজন নিয়ে মারধার ও প্রাণে মারার হুমকি প্রদর্শন করে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন।বর্তমানে এ নিয়ে শতাধিক উপকারভোগী কৃষক বিষয়টির প্রতিকার চেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পটিয়া থানার এ এস আই অপু বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আলাপকালে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সাথে জড়িতদেরকে জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত থাকতে বলেছি।অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী বলেন, এটি শত বছরের পুরোনো গোদা ও নালা। এ গোদার পানি দিয়ে শত বছর ধরে প্রায় ১০০ একর জমিতে চাষাবাদ হত। আর নালা দিয়ে পানি নিস্কাষন হয়ে থাকে। এখন ইছহাক ও ইউনুচ নামে দুই ব্যাক্তি তাদের ব্যাক্তি স্বার্থে গোদা ও নালা ভরাট করে ফেলায় ১০০ একর জমির চাষাবাদ মারত্মক হুমকির মুখে পড়েছে। এছাড়া ও নালা ভরাটের কারণে বৃহত্তর এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে। তিনি কৃষকদেরকে এ কঠিন সংকট থেকে বের করে আনতে প্রশাসনের তথা পটিয়ার এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন।

Loading