নোয়াখালীতে সাংবাদিকতার বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিং এর তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ , জানুয়ারি ২৪, ২০২২

বিগত ১৫ বছর পর নোয়াখালী জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের বুনিয়াদি ও অনুসন্ধান মূলক রিপোর্টিং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করেন,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)।এই উপলক্ষে,গত ২১ শে জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় নোয়াখালী প্রেসক্লাব ও বিআরডিবিতে প্রশিক্ষণ শুরু হয়ে ২৩ শে জানুয়ারি ২০২২ ইং রবিবার পর্যন্ত তিনদিন ব্যাপী বুনিয়াদি ৩৫ এবং অনুসন্ধানী ৩৫।প্রথম ধাপে ৭০ জন প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করা হয়। এ সময় সাপ্তাহিক নোয়াখালী পএিকার সম্পাদক ও প্রকাশক,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মির মোশাররফ হোসেন মিরন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিচালক(প্রশাসন,অধ্যয়ন ও প্রশিক্ষণ)পিআইবি মোহাম্মদ আফরাজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মোহাম্মদ ফরিদ মিয়া,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি,কর্মশালা সমন্বয়ক (পিআইবি)মোহাম্মদ জিলহাজ উদ্দিন নিপুণ প্রমুখ।অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সম্পর্কে বিভিন্ন পএিকার সম্পাদক ও প্রকাশক সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের তিনদিন ব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ করান বাংলাদেশের প্রখ্যাত বিশিষ্ট সিনিয়র সাংবাদিক স্ট্রিংগার,নিউইয়র্ক টাইমস এর প্রতিনিধি জুলফিকার আলি মাণিক ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রাহাত মিনহাজ।এবং আগামী ২৭ শে জানুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষন চলবে বলে নিশ্চিত করেন পিআইবি কতৃপক্ষ।

Loading