আশুলিয়ায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, নারী আটক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৫, ২০২১

আশুলিয়ায় থেকে তিন বছরের অপহৃত শিশু সুমন হোসেনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে আকাশী আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার ভোরে সিরাজগঞ্জ থেকে অপহৃত শিশু সুমন ও অপহরণকারী নারী আকাশীকে আশুলিয়া থানায় আনা হয়।

পুলিশ জানিয়েছে, অপহৃত শিশুকে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু সুমনের শরীয়তপুর সদর থানার মিঠাপুকুর এলাকার নাহিদের ছেলে। সে মা-বাবার সাথে আশুলিয়ার কুরগাঁও এলাকায় থাকে।

আটক ওই নারী দিনাজপুরের কোতয়ালী থানার ফুলতলা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, অভিযুক্ত ওই নারী বেশ কিছুদিন আগে আশুলিয়ার কুরগাঁয়ে শিশু সুমনদের পাশের একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। প্রতিবেশীর সূত্রে ধরে মঙ্গলবার দুপুরে বাসা থেকে শিশু সুমন ও তার আত্মীয়সহ অভিযুক্ত নারী তাদের জামা কিনে দিবে বলে বাইপাইলে নিয়ে আসে। ঘরে ফেলে আসা টাকা আনতে শিশু সুমনকে ওই নারীর কাছে রেখে আত্মীয়কে টাকা আনতে বাসায় পাঠিয়ে দেয় এবং কৌশলে শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পরে মুঠেফোনে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ পুলিশের সহায়তায় চলন্ত একটি বাস থেকে অপহৃত শিশু সুমনকে উদ্ধার এবং অভিযুক্ত নারীকে আটক করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন শিশু সুমনের বাবা নাহিদ।

Loading