করোনা আর বন্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২০ মো. আলী আশরাফ মোল্লা একদিকে করোনা আর অন্যদিকে বন্যা। আমাদের মনে আর স্বস্তি এলো না। কাটছে দিনরাত অনিশ্চিয়তা আর শঙ্কায়। কীভাবে বেচেঁ থাকা যায় করোনায় আর বন্যায়। মরছে মানুষ আর আক্রান্ত হচ্ছে দেশ ও জনপদ। কোনভাবেই কমছে না ভয়াবহ এই করোনার দাপট। বাড়ছে পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মরছে মানুষ এবং গরু বাছুর আর ভেসে যাছে বাড়িঘর আর স্থাপনা। তবুও কিছু মানুষের হয় না লোভ লালসার সংবরণ। সবাই মরে যাক,বন্যায় ভেসে যাক শুধু আমার হোক উন্নয়ন। এই দুর্যোগে আর মহামারীতে মানুষ কীভাবে হয়ে যায় অমানুষ শুধু টাকার জন্যই মিথ্যের আশ্রয়ে দেয় হাজারও করোনার ভুয়া রিপোর্ট শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: