ফরিদপুরে ফেসবুক পেজে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ টিটুল মোল্লা টিটুল মোল্লা প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , জুলাই ২২, ২০২০ ফরিদপুর জেলার মধুখালি থানার বৈকুন্ঠপুর গ্রামের তরুন সাহাসহ কয়েক জনের নামে “প্রতিদিন মধুখালির সংবাদ” নামে অজ্ঞাতনামক ফেসবুক পেজে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। ডিজিটাল যুগে ইন্টারনেট মানুষের মঙ্গল বাহন হিসেবে কাজ করলেও কিছু দু:স্কৃতকারীরা সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এসব ডিজিটাল প্রতারকের কারনে ক্ষতি গ্রস্থ হচ্ছে সমাজে সন্মানিত ব্যাক্তিরা। এরা সমাজে বিভিন্ন জনপ্রতিনিধি , রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মনগড়া তথ্য পরিবেশন করছে ফেইক এবং ছদ্দবেশীপেজ খুলে। এসব ডিজিটাল প্রতারক বাহিনীর পেইজ এর লেখা নিয়ে সম্প্রতি তরুন সাহা পিতা- দুলাল চন্দ্র সাহা সাং-বৈকন্ঠপুর থানা- মধুখালি জেলা-ফরিদপুর তিনি ১৭-০৭২০২০ইং তারিখে মধুখালি থানায় একটি সাধারন ডায়েরী করেছে বলে সাংবাদিকদের জানান। তিনি জানান, মধুখালি থানাধীন পশ্চিম গাড়াখোলা সাকিনস্ত মধুখালি সার্কেল অফিসের দক্ষিণ পাশে সোনার বাংলা সমবায় সমিতি নামক একটা এনজিও তে মেনেজার পদে দায়িত্বরত আছেন। “মধুখালি প্রতিদিন সংবাদ”নামের অজ্ঞাতনামক একটি ফেসবুক পেজে আমার নাম সহ আমার বন্ধু মেহেদী, তুহিন,জনি,এবং একজন ঠিকাদারকে জরিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, ভিত্তিহীন,মনগড়া কিছু অপপ্রচার চালাচ্ছেন।উক্ত ফেসবুক আইডি/পেজে অজ্ঞাতনামক ব্যাবহার কারি বা তার মদদদাতাগন পরিকল্পিত বা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার এবং আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। সাধারণ জনগণের মধ্যে বিরূপ মনোভাব তৈরির অপচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে যে কোনো ধরনের মানহানীকর পরিস্থিতি সহ ক্ষতি করিতে পারে। বিধায় ভবিষ্যতর জন্যে সাধারন ডায়েরি করেন। সাথে উক্তপেইজের এক কপি ছবি সংযুক্ত করেন। এ ব্যাপারে জানতে চাইলে মধুখালি থানার ওসি বলেন,থানায় একটা অভিযোগ দিয়েছেন। আমরা অনুসন্ধান চালাচ্ছি। শেয়ার ঢাকা বিষয়: