দুর্বৃত্তের দেওয়া কিটনাশকে সর্বস্বান্ত মাছ চাষি

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , জুলাই ২০, ২০২০

সারোয়ার জাহান আরিফ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে এক মৎস্য চাষির পুকুরে কীটনাশক প্রয়োগ করে দেশীয় জাতের প্রায় দুইলাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে খিদিরপুর ইউনিয়নের নূর আহমদপুর (টেকপাড়া) গ্রামের সাখাওয়াত হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। দুদিন ধরে মাছ মরে পুকুরে ভেসে উঠছে। এতে প্রায় দুলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। সাখাওয়াত হোসেন জানান, বাড়ির পাশে তিন বিঘা জমিতে পুকুরে কেটে প্রায় ১০ বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন। এক বছর আগে রুই, কাতলা, ব্রিগেড, সিলভারসহ বিভিন্ন প্রকারের ২৫ হাজার মাছের পোনা ছাড়া হয়েছিল। কিন্তু জের ধরে দুর্বত্তরা শনিবার রাতের আঁধারে পুকুরে কীটনাশক প্রয়োগ করে। সকাল বেলা পুকুরে খাবার দিতে গিয়ে দেখতে পান পুকুরের মাছ ভেসে উঠছে। আজ সোমবারও সারাদিন মাছ মরে ভাসতে দেখা গেছে। তিনি আরো জানান, পুকুরই ছিল আমার একমাত্র সম্বল। মাছ চাষ করে আমার পবিরারের জীবিকা নির্বাহ করতাম। এ ঘটনায় মনোহরদী থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন মাছ চাষি সাখাওয়াতত হোসেন।।

Loading