আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষরিত চেকবই ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২০

আশুলিয়ায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত চেকবইয়ের পাতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব । বৃহস্পতিবার রাতে  এসব তথ্য নিশ্চিত করেন র্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে কর্নেল আশিক বিল্লাহ । এর আগে বিকেল পাঁচটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল । গ্রেপ্তাররা হলেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ এর ভায়রা গিয়াস উদ্দিন জালালী এবং তার গাড়িচালক মাহমুদুল হাসান । গিয়াস উদ্দিন জালালী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রূপসদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা । আর মাহমুদুল হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগরের ফয়জুল মাতব্বরের ছেলে। র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য কেনাবেচার সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকার আশুলিয়া কাশিমপুর সড়ক অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান এর সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক গরীবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮ টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণির শাখার একটি চেক বই, ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে কর্নেল আশিক বিল্লাহ জানান, এই ঘটনায় রেপ বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে । পরে গ্রেফতার দুজন কে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ

Loading