শারমিন সরকার এর কবিতা ‘তুমি ছিলে না যখন’ নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ , জুলাই ১৬, ২০২০ তুমি এতদিন পরে এলে প্রিয় তুমি ছিলে না –মনে হয়েছিল এই শহরে কোনো গাছ নেই । মৃত্যুর মত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল প্রতীক্ষার প্রহরের সব বাতি গিয়েছিল নিভে । আমি একা হাঁটছিলাম এই আবহমান শূন্যতার দুয়ারে- হাঁটতে হাঁটতে যখন একটি সরু রাস্তার প্রায় শেষ পর্যন্ত পৌছালাম, হঠাৎ দেখলাম, দূরে একটি ল্যাম্পপোষ্টের মৃদু আলো আমার বিবর্ণ আধাঁরে- হয়তো এটাই ছিল শহরের শেষ বাতি আমি আরো দ্রুত হাঁটতে শুরু করলাম হঠাৎ যেন আমার বুকের ভিতর একটা ঘাস ফড়িং নড়ে-চড়ে বসলো । শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=8576&preview=true