পশ্চিমবঙ্গের কবি সুলক্ষণা আঢ্য এর দুটি কবিতা নিউজ৭১অনলাইন(ঢাকা) নিউজ৭১অনলাইন(ঢাকা) প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ , জুলাই ১৫, ২০২০ ১.প্রিন্সেস সেপ্টেম্বর এবং কিছু ব্যক্তিগত আবেগ উইলো গাছটার পাশ দিয়ে বিস্তীর্ণ মেঠো পথ ধরে , জানলা দিয়ে দেখি…রোজ উড়ে যাও তুমি । তোমার ধূসর ডানায় মেশে দিগন্ত ভাঙা নীল । দূর থেকে তুমি যেন ইচ্ছে প্রজাপতি । আমার জানলার সোনার শিকগুলো আরো প্রশস্ত হয়… বুঝি — প্রিয়জনের ফেরার নিশ্চয়তা একটা মিথ । তোমার নরম মনে বেঁচে থেকেও হারানোর তীব্র ভয় পাই আমি । তবে, এসো…থাকো তুমিও আমারই মতো এক খাঁচায়! দুজনের মুক্তি থাক চারটে চোখে… একি…..! ভোরের মিষ্টি আলো তবু তুমি এত বিমর্ষ কেন? গাও পাখি …. গাও একটা দুঃখ ভোলানো একান্ত গান । যদি ফের নীল দেখাই তবে কি গাইবে সেই গান ? আমি মাঠ দেখাই, ফুল দেখাই, দেখাই নদী…তবু তোমার কণ্ঠে গান নেই ! তুমি বলো-শিকলে বাঁধা সব মুক্তির ছবিই মরীচিকা, আর মাথা কুটতে থাকো খাঁচার জানালায় ! তখন আমার হৃদপিন্ডে জাগে এক মীরা বাঈ, গানের জন্য যখন তোমার উড়াল চাই… তবে যাও উড়ে । মনে পড়লে রেখো ফেরার প্রতিশ্রুতি । বুঝি , মনে পড়ার জন্য দূরত্ব চাই, চাই মুক্ত ডানা । দ্যাখো ,ভালোবাসার জন্য আমিও সহস্র বছর অপেক্ষায় … ২.সাপলুডো তোমার আমার সাপলুডোর সংসার প্রতিদিন আশংকায় দ্রবীভূত হয় দুঃখ ! যত প্রার্থনা জমা হয় ডাইসে দেখি- প্রতিটা দানই নিম্নগামী, আসলে জ্যান্ত মানুষের শোক মৃত হতে চাওয়া মানুষ বোঝে নরক শুধু একমুখী দরজা সামনে দাঁড়িয়ে সাদাপাতা হয় চোখ, তবু ঠোঁট আর প্রতিবাদ আঁকে না ! ভালোবাসাবাদ হয় না, শুধু বাদ হয় ….. বদল স্তম্ভিত মুখে তাকিয়ে দ্যাখে – ফাঁকা ক্যানভাসে ফুটে উঠছে সহ্যের কালশিটে ! শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=8427&preview=true