সেনবাগে মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পুরুস্কার বিতরণী ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , মার্চ ৪, ২০২৩

আমির হোসেন লিটন,সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী,দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা মাঠে মইজদীপুর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, গোল্ডস্ ফাইন ইন্টারন্যাশনাল কর্পোরেশনের সিইও, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সোহরাব হোসেন সুমন।

বিশেষ অতিথি ছিলেন কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক সেরাজ,কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলু, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাহার, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য মো: সালা উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন,ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু,ইউপি সদস্য মো: হারুন, ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন,আওয়ামীলীগ নেতা সৈয়দ নাদেরুজ্জামান রাসেল ও মাদ্রাসার সদস্য কামাল উদ্দিন প্রমুখ।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা করা হয়।

প্রধান অতিথি সোহরাব হোসেন সুমন মাদ্রাসার প্রধান ফটক নির্মাণের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading