খাগড়াছড়িতে পিআইবি ফ্যাক্ট চেক বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , ডিসেম্বর ২৯, ২০২২

খাগড়াছড়িতে পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় ফ্যাক্ট চেকিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি প্রেসক্লাবে মঙ্গলবার ও বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত সাংবাদিকরা এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক ছিলেন পিআইবির উপ-পরিচালক জাকির হোসেন, কর্মশালার সমন্বয়ক জিলহাজ নিপুন ভূঁইয়া ও এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক বদরুদ্দিন শিশির।
বুধবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পিআইবির উপ-পরিচালক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জিলহজ নিপুন ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা।খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মংসেপ্রু চৌধুরী অপু প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
)

Loading