বুকের শহরে লোডশেডিং নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , জুলাই ৯, ২০২০ — অনিন্দ্য টিটো বুকের এই শহরে ভয়ঙ্কর লোডশেডিং— এমন অনাকাক্ষিত দুঃসময়ে কে যেন এসে এক-পা দুই-পা করে সরিয়ে নিয়ে যাচ্ছে মোমবাতির অসাবধানি আলোটা; চারপাশে আহা, কী ভীষণ ঘন আধার! অথচ আমি কিনে নিতে চাই তোমার নামে ওই রূপালি চাঁদ থেকে এক টুকরো আলো; যে আলোয় ঝলমল করবে ওই মুখ, চোখ, চিবুক ভেসে যাবে ওই কামার্ত কোমড়, ভরাট স্বপ্ন’বুক। আর আমি হব তোমার একান্ত পোষমানা কপোত মাঝে মাঝে গভীর আবেগে আমার দু’ঠোঁটে ছুঁয়ে যাব তোমার দু’ঠোঁট! বলেছিলে তুমি, কোন এক দুঃখ রাতে লোডশেডিং স্থায়ী হয় না বেশিক্ষণ… তবে কেন হৃদয়ের একটু বেখেয়ালি রসিকতায় বুকের এই শহরে স্থায়ী হতে চায়— লোডশেডিং! • জুলাই ৯, ২০২০। ছবি- প্রিয় চিত্রনির্মাতা হাসিবুর রেজা কল্লোল। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: