ধামরাইয়ে ২দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ , আগস্ট ১৯, ২০২২

 

ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা: চন্দ্র শেখর মজুমদার পরিচালনায় ও অতিরিক্ত সচিব (পি.আর.এল) মো: হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং কেয়ার গিভারস ইনস্টিটিউট অব ধামরাই এর সার্বিক সহযোগিতায় সুচিকিৎসার জন্য ২দিনব্যাপি বৃহস্পতি ও শুক্রবার বিনা মূল্যে চক্ষু শিবির ধামরাই শরীফবাক বাজার ইউরেকা সুপার মার্কেটে আয়োজন করা হয়।
এতে চিকিৎসা সেবায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা: চন্দ্র শেখর মজুমদার, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোট হাসপাতালের চক্ষু বিভাগের ডা: খালেদ জাহান ফাহিম, ডা: সোহেল আহমদ, ডা: বজলুর রশিদ ও ডা: সনক নাগ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে ৬ শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।

Loading