যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪২ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ , জুন ২৮, ২০২২

টেক্সাসের সান আন্তোনিওর উপকণ্ঠে একটি পরিত্যক্ত লরি থেকে অন্তত ৪২ জনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের প্রত্যেককেই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

কেএসএটি টিভি চ্যানেলের মতে, সোমবার (২৮ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায় এবং গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল ট্র্যাকের পাশে পাওয়া গেছে।

নিউইয়র্ক টাইমসের মতে, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন।

কীভাবে তারা মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আরও অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ এটি।

Loading