ধামরাইয়ে আগামীকাল বুধবার সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ , জুন ১৪, ২০২২

 

ঢাকার ধামরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে গঠিত । ইতিমধ্যেগত বছরের নভেম্বর ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েে গেছে। আর বাকি ছিল সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। সীমনা নিয়ে আইনের জটিলতা থাকার কারণে পড়ে নির্বাচন হয়েছিল এই ইউনিয়নটি । তাই মেয়াদ উওর্ীন হওয়ায় এবারেও ৯ম ধাপে আজ বুধবার ১৫ জুন সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে জল্পনা কল্পনার কোন শেষ নেই এখন ভোটাদের মধ্যে। এ ইউনিয়নে ভোটার রয়েছে ২৪ হাজার ৬শত ৯৩জন।এতে পুরুষ ভোটার সংখ্যা ১২ হাজার, ৩ শত, ৫৮ জন এবং মহিলা ভোটার ১২ হাজার, ৩ শত , ৩৫ জন। সব গুলো ভোট কেন্দ্রে ইলেকট্রনিক মেশিন ( ইভিএম ) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন। এছাড়াও সদস্য পদে প্রার্থী রয়েছে ৬৬ জন। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীসহ সাধারণ ভোটাররা। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে রবিউল করিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আটোরিক্সা প্রতীক নিয়ে তানবির আহমদ তুহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আলীমুর রহমান লিটন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: নুরুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন প্রতিযোগিতা করছে।সাধারন ভোটাদের ধারণা নৌকা রেজাউল করিম রাজার সাথে স্বতন্ত্র প্রার্থী রমিজুর রহমান চৌধুরী রোমার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে।নৌকা প্রতীক রাজা বলেন, আমি অতীতেও আমার ইউনিয়নবাসীর জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করবো। আমি নর্বিচিত হলে অসমাপ্ত রাস্তাঘাট, স্কুল ও মসজিদ উন্নয়নের কাজ করবো।নিজের ইচ্ছাশক্তি থাকলেই তা পূরণ করা সম্ভব । জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী রোমা বলেন, শতভাগ আশাবাদী যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটার আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রাখছি। আমি নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাট, স্কুল ও মসজিদ উন্নয়নের কাজ করবো। একইভাবে আরো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা রবিউল করিম, তুহিন, আলীমুর ও নুরজ্জামান বিভিন্ন আশ্বাস দিয়েছেন ভোটারদের।

Loading