নেত্রকোণায় ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, প্রতিযোগিরা বিপাকে

মো: ইকবাল হোসেন মো: ইকবাল হোসেন

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , জুলাই ১, ২০২০

নেত্রকোণায় ডিজিটাল মেলা -২০২০ কে কেন্দ্র করে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য জেলা প্রশাসন ২ প্রকার বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় প্রতিযোগিরা পড়েছে বিপাকে।

প্রথম বিজ্ঞাপনে ৪ টি বিভাগে ৪ টি বিষয়ে রচনা আহবান করা হয়েছে। ২য় বিজ্ঞাপনে ৩ টি বিভাগে ৩ টি বিষয়ে রচনা আহবান করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রতিযোগীরা। প্রথম চিঠিতে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগটিতে বিষয় ছিল ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ ২য় চিঠিতে তাদের বিষয়টিকে বাতিল করে একাদশ-দ্বাদশ শ্রেণির বিষয়টিতে যুক্ত করে দেয়ায় স্নাতক  ও স্নাতকোত্তর বিভাগের জন্য রচনায় অংশগ্রহন করাটা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ তাদের জন্য নতুন রচনা তৈরি করে ১ জুলাই’ ২০২০ ইং তারিখের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে। যার মেয়াদ আজ (১ জুলাই) শেষ হয়েছে। প্রতিযোগিদের অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে না পারায় ‘ডিসি নেত্রকোণা’ পেইজে তাদের বিভ্রান্তির কথা তুলে ধরছেন।

জেলা প্রশাসনকে এ ব্যপারে অবিলম্বে উদ্যোগ নিয়ে নতুন করে বিজ্ঞাপন দেয়ার মতামত দিয়েছেন অভিভাবকরা।

Loading