সেনবাগে মানুষের পাশে ছাত্রদলের গঠিত অক্সিজেন ব্যাংক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , জুলাই ১, ২০২০

মোঃ আমির হোসেন(লিটন), সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে সেবা দিতে এগিয়ে এলো ছাত্রদলের গঠিত অক্সিজেন ব্যাংক। সেনবাগ উপজেলা সরকারি হাসপাতালে ২টি,অম্বরনগরে করোনা আক্রান্ত ১ জনকে ও সেনবাগ পৌর ছাত্রদলকে ২ টি সহ মোট ৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের গঠিত অক্সিজেন ব্যাংক। বুধবার উপজেলা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মতিউর রহমান এবং হাসপাতালের আবাসিক কর্মকর্তার কাছে ছাত্রদলের সভাপতি সাহেব উদ্দিন রাসেল ও সাধারন সম্পাদক নূর নবী রাজুর নেতৃত্বে সিলিন্ডার গুলো তুলে দেন উপজেলা বিএনপির অন্যতম নেতা আবদুল্লাহ আল মামুন,নোয়াখালী জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী বাচ্চু,পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার সাবেক কমিশনার আবু ইউসুফ, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি রহিম উল্যা চৌধুরী সুজন,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দীন লিটন, মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম রুবেল সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।

Loading