পার্বতীপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , জুন ৫, ২০২২

‘প্রকৃতি ঐকতানে টেকসই জীবন’ প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী, আলোচানা সভা ও বনজ, ফলজ ও ঔষধি গাছ বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশসান ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন। এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান ও উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বলেন, প্রকৃতির সাথে ভারসাম্য রেখে জীবনযাপন এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে হবে। যাতে করে আমরা আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারি।

 

Loading