এস এম শফিকের কবিতা, মাটি সাক্ষী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , জুন ২৩, ২০২০ বড় সাক্ষী এ মাটি বাতাস আর আসমান আলোকরশ্মি সব ধরে রেখেছে প্রমাণ বাতাস বলে দিবে সব, হয়েছে যত শব্দ বিভবে আসলেই হবে সব স্পষ্ট কম্পমান মাটি দেখেছে সত্যবাদীর নৃশংস মৃত্যু কিতাবের নামে বর্বর অত্যাচার উৎপীরণ ঈমানদারের বুকের উপর বেঈমানের রাজত্ব রাজনীতির নামে সংগঠিত অধিকার বিচরণ সমুন্নত কুপুরুষের কালো হস্তে করা হয় চুম্বন বুকে ছুরা দিতে বেঈমান করে বন্ধুর আলিঙ্গন বিশ্বাসের ঘরে আগুন জ্বালে জারজ কুলাঙ্গার কুৎসিত অমানুষের মুখে থাকে মানুষের আবরণ এ মাটি সাক্ষী বড় সাক্ষী দেখিছে জনমভর প্রশংসিত গীবতকারীর খ্যাতি মুনাফিকের কদর মাটি সাক্ষী এ মাটিতে বিশ্বাসীর চরনে শৃংখল যুগে যুগে জন্ম নেয় হারামখোর মীর জাফর ## লেখক : নিউজ৭১অনলাইনের সহকারী সম্পাদক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: