করোনায় প্রখ্যাত ইউরোলজিস্ট মনজুর রশিদের মৃত্যু

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , জুন ২, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬১ বছরের মনজুর রশিদ চৌধুরী ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালেই রোগী দেখতেন।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক ( প্রশাসন) ডা. ইহতেশামুল হক বলেন,  ‘তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। আইসিইউতে থাকা অবস্থায় তার সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জানান, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।

ডা. মঞ্জুর রশীদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন এবং মেডিকেল কলেজের সাবেক ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

Loading