মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান এর ঘনিষ্ঠ সহচর

ভাটি বাংলার সাবেক প্রধান শিক্ষক আবু নাঈম আর নেই

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২০

মোঃ ফখরুল ইসলাম পিপলু (হাওর প্রতিনিধি): ভাটি বাংলার ডিঙ্গাপোতা হাওর তীরের হাটনাইয়া, আলীপুর গ্রামের সন্তান আবু নাঈম আর নেই, গতরাত ২.৩০ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন।
ইন্না ইলাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর, তাঁর ৪ ছেলে ও ৩ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখেছেন।
তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার, আদর্শ নগরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কুলপতাকে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত হন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সদস্য এবং বর্তমান কমিটির উপদেষ্টা হিসাবে ছিলেন, তিনি এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ স্হাপনে অগ্রণী ভূমিকা রেখেছেন, স্বাধীনতা যুদ্ধেও দেশের জন্য কাজ করেছেন।

প্রবীণ এই শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তির জানাজায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র এডভোকেট লতিফুর রহমান, মোহনগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান শহীদ ইকবাল অংশ গ্রহণ করেন এ সময় মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি উপজেলা সংসদ সদস্য রেবেকা মমিনের শোক বার্তা জানান, তাঁর মৃত্যুে মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানে শোক বার্তা পৌঁছে দেন তাদের ভাই স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান, পরে বিকাল ৪টা পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Loading