বনলতার রুপে ভাইরাল মিথিলা! নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ , আগস্ট ২৫, ২০২০ সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের বহুল পঠিত কবিতা বনলতা সেন-এর দুটি লাইন ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন নন্দিত মডেল-অভিনেত্রী মিথিলা। আলো-আঁধারের ওই ছবিতে বেশ আবেদনময়ী রুপে ধরা দিয়েছেন তিনি। মিথিলার স্বামী সৃজিত কলকাতার নামী পরিচালক। করোনা পরিস্থিতি তাদের আলাদা করেছিল। দীর্ঘ অপেক্ষার পর মেয়ে আইরা তাহরিম খানকে সঙ্গে নিয়ে বিশেষ ব্যবস্থায় সড়ক পথে কলকাতায় পৌঁছান মিথিলা। স্বামী সৃজিত মুখার্জি বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতীয় সীমান্ত পেট্রাপোলে চলে আসেন স্ত্রীকে নিতে। জীবনানন্দ-এর বনলতার রুপে তাহলে কি স্বামী সৃজিতের সামনে নিজেকে উপস্থাপন করছেন মিথিলা? ছবিটি ফেসবুকে প্রকাশের পর ৯৪ হাজার লাইক, ১১ হাজার কমেন্টস ও ৯৮২ বার শেয়ার হয়েছে। শেয়ার বিনোদন বিষয়: