পিপড়াদের বাঁচার লড়াই

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , আগস্ট ২৪, ২০২০

 

বিশেষ প্রতিবেদক
গত কয়েক দিনে বন্যার পানিতে রাস্তা- ঘাট তলিয়ে যাওয়ায় পিপড়া গুলিও বাঁচার জন্য লড়াই করছে। পানিতে ভাসমান এক টুকরো খড়কুটু পেলে তার মধ্যেই সাধারণত বিচড়ণ করতে দেখা যায় পিপড়াদের।
কিন্তু এর একটু ব্যাতিক্রম দেখা গেছে। পিপড়া যে সমাজ বা দল ভূক্ত একটি জীব তাও প্রত্যক্ষভাবে দেখা গেছে। রাস্তার পাশে একটি হলুদ গাছে পাতার উপর প্রায় কয়েক হাজার পিপড়া একত্রে অবস্থান করছে বাঁচার তাগিদে।

ঢাকার ধামরাই যাদবপুর এলাকা থেকে এমন একটি ছবি ক্যামেরা বন্দি করেছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ও নিউজ ৭১ অনলাইন বিশেষ প্রতিবেদক নবীন চৌধুরী।

 

 

Loading