উন্নয়নের অগ্ৰযাত্রায় “আদর্শ নগর পর্যটন কেন্দ্র’

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ , আগস্ট ১৬, ২০২০

আতাউল পার্থ

মাদার অফ হিউম্যানেটি, সুপার হিউম্যান নামে খ্যাত, দেশ জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্ৰযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্গম পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, হাওর জনপদ সহ বাংলাদেশের সর্বত্রই কেবল উন্নয়ন আর উন্নয়ন। অবকাঠামোগত ভৌত উন্নয়ন, মানবিক উন্নয়ন,আর্থ সামাজিক উন্নয়ন সহ সর্বত্রই রয়েছে প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের ছোঁয়া। প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান , কর্মবীর সাজ্জাদুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় ভাটির জেলা নেত্রকোনাকে বিপুল উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের একটি কোনা থেকে তুলে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। তাঁরই প্রচেষ্টায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগরে নয়কোটি নব্বই লক্ষ নব্বই হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে “আদর্শ নগর পর্যটন কেন্দ্র,০৪ অক্টোবর ২০১৯ ইং তারিখে সাজ্জাদুল হাসান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এর মেয়াদ কাল -জুলাই২০১৯ হতে জুন ২০২১ সাল পর্যন্ত। প্রকল্পটি সম্পন্ন হলে আদর্শ নগর নেত্রকোনা জেলায় একটি নান্দনিক সৌন্দর্যের এলাকায় পরিনত হবে। হাওর বাসী দেখবে দেশী-বিদেশী অনেক পর্যটকের আনাগোনা। আদর্শ নগর পরিচিতি লাভ করবে সারা বাংলায়। এছাড়াও পর্যটনকে ঘিরে বেশ কিছু কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নৌকা ট্রলার স্পিডবুটৈর মাধ্যমে অনেক মানুষ জীবিকা নির্বাহের সুযোগ পাবে। তাছাড়া আবাসিক হোটেল, ও বিভিন্ন ধরনের দোকান পাট স্থাপন হবে, তাতে মানুষের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে। বিভিন্ন অঞ্চলের মানুষ হাওর পাড়ের রূপ রস জীববৈচিত্র্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করার সুযোগ পাবে। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান বন্যার কারণে আপাতত কাজ বন্ধ , তবে অচিরেই কাজ শুরু হবে। কাজের সাথে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী জানান প্রকল্পের মেয়াদ কালের মধ্যেই কাজ শেষ হবে, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন যত দ্রুত সম্ভব কাজ শুরু হবে।

Loading