ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ নিউজ৭১অনলাইন(ঢাকা) নিউজ৭১অনলাইন(ঢাকা) প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , আগস্ট ১০, ২০২০ আরিফ মাহমুদ: নরসিংদীর মনোহরদীতে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে সোহেল মিয়া (২২) নামে এক কলেজছাত্র। রবিবার দুপুর ১টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়ীয়া গ্রামের বটতলা সৈয়দ মৌলভী বাড়ির নূরনগর ঘাটে এ ঘটনা ঘটে। সোহেল উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর পূর্বপাড়া গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী মো. কাদিরের ছেলে। সে ঢাকা কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সোহেলকে উদ্ধারে চেষ্টা করছে ডুবুরি দল। স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায় সোহেল। এক পর্যায়ে সে পানির নিচে ডুবে যায়। সাথের বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শেয়ার নরসিংদী বিষয়: https://news71online.com/?p=12005&preview=true