চট্টগ্রামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ , জুলাই ৩০, ২০২০ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়া পদুয়াস্থ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সৌদিয়া পরিবহনের একটি বাস ও ডায়মন্ড সিমেন্টের ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ দুলাল। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনের নাম শওকত হোসেন (২৫)। অপর একজনের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। শেয়ার চট্টগ্রাম বিষয়: