সোমবার (৩০ মে) রাতে খাগড়াছড়ির রামগড় ভারত বাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন ফেনীর কুল এলাকা হতে ১৫ টি গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়,কুরবানীর ঈদকে সামনে রেখে একটি চক্র অবৈধভাবে ভারত থেকে সীমান্তপাড়ি দিয়ে গরু পাচারের এমন তথ্য পায় বিজিবি।রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেকর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান এর নির্দেশে রামগড় স্থল বন্দরের ভারতবাংলাদেশ মৈত্রী সেতু সংলগ্ন
মহামুনি বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ফেনী নদীর কুল এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় পাচারকারী দল।পরে সেখানে তল্লাশী চালিয়ে ১৫টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। বিজিবি আরো জানায় জব্দকৃত ১৫টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। বিজিবি জানায় প্রয়োজনীয় কাজ শেষে বর্তমানে গরুগুলো সীতাকুন্ড কাষ্টমস কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন অধীনস্ত অঞ্চলে মাদক, গরু পাচার ও কাঠ পাচারসহ নানা ধরণের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।