বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বিভিন্ন উপহার দিল সেনাবাহিনী

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৬, ২০২৪

বান্দরবান প্রতিনিধি,

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, খেলাধুলা সরঞ্জাম ও শীত বস্ত্র উপহার দিয়েছে সেনাবাহিনী।মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার কানইন্তার মুখ ও লাপাগই পাড়ার বিদ্যালয়ের মাঠে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এম এম ইয়ািসন আজিজ। আরো উপস্থিত ছিলেন পাড়ার প্রধান (কারবারী), বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী।

বক্তব্যে মেজর ইয়াসিন বলেন, তিনটি পার্বত্য এলাকা সাধারণ মানুষের শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সেনাবাহিনী নানান ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানে প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে শিক্ষা উপকরণসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে সবসময় স্থানীয় সকল জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী ছিল এবং আগামীতেও থাকবে।

অনুষ্ঠান শেষে দুটি পাড়ার ৩০ জন ছাত্র- ছাত্রীকে ব্যাগ, রাইটিং ম্যাট, ক্যামার বোর্ড ২ টি, ফুটবল ২টি ও ১৫০ টি কম্বল প্রদান করা হয়।

Loading